টিকা গ্রহীতার সংখ্যা ছাড়াল সাড়ে তিন কোটি

টিকা গ্রহীতার সংখ্যা ছাড়াল সাড়ে তিন কোটি

টিকা গ্রহীতার সংখ্যা ছাড়াল সাড়ে তিন কোটি

রাজধানীসহ সারাদেশে এ পর্যন্ত তিন কোটি ৫১ লাখ ৬০ হাজার ৮৫০ জন টিকা নিয়েছেন। আরও দুই কোটির বেশি মানুষ নিবন্ধন করে টিকার অপেক্ষায় রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

দেশে মহামারি করোনাভাইরাসের টিকাগ্রহীতার সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন কোটি। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীসহ সারাদেশে এ পর্যন্ত তিন কোটি ৫১ লাখ ৬০ হাজার ৮৫০ জন টিকা নিয়েছেন। আরও দুই কোটির বেশি মানুষ নিবন্ধন করে টিকার অপেক্ষায় রয়েছেন।

এতে আরও বলা হয়, করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি ১১ লাখ ৪০ হাজার ৩৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৪০ লাখ ২০ হাজার ৪৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চার কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে চার কোটি আট লাখ ২৮ হাজার ৫১৪ এবং পাসপোর্ট নম্বর দিয়ে পাঁচ লাখ ৫৭ হাজার ২৪৫ জন নিবন্ধন করেছেন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৬৮০ আর নারী ৯১ লাখ ৪৩ হাজার ৬৯৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮১ লাখ ৪৩ হাজার ৭২৬ আর নারী ৫৮ লাখ ৭৬ হাজার ৭৪৬ জন। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে এক কোটি ২৩ লাখ ৫৫ হাজার ২৫৬ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে এক লাখ ৩১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে এক কোটি ৭৮ লাখ ৪৫ হাজার ৯৯৬ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৮ লাখ ৫৯ হাজার ২৮৭ জন।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে

করোনা পরিস্থিতি বুঝতে আরও ৬ মাসের অপেক্ষা

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174120/টিকা-গ্রহীতার-সংখ্যা-ছাড়াল-সাড়ে-তিন-কোটি