ফেসবুকে ভিডিও কল, হঠাৎ সামনে অশালীন পোশাকে নারী

ফেসবুকে ভিডিও কল, হঠাৎ সামনে অশালীন পোশাকে নারী

ফেসবুকে ভিডিও কল, হঠাৎ সামনে অশালীন পোশাকে নারী

আন্তর্জাতিক ডেস্ক

সাম্প্রতিক সময়ে সোশাল মিডিয়ায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অভিনব কায়দায় ব্ল্যাকমেল করার অভিযোগ পাওয়া গেছে। গত কয়েক মাসে একের পর এক অভিযোগ জমা পড়েছে ভারতের কলকাতা পুলিশের কাছে।

এপিবি আনন্দের খবরে বলা হয়, ব্ল্যাকমেলের শিকার হয়েছেন কলকাতার টালিগঞ্জের বাসিন্দা এক ব্যবসায়ী। 

ওই ব্যবসায়ীর দাবি, কয়েক দিন আগে তিনি ফেসবুক খোলার পর অচেনা নাম থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়।  তিনি প্রথমে গুরুত্ব না দিলেও বারবার রিকোয়েস্ট আসতে থাকে। ফ্রেন্ড রিকোয়েস্ট যিনি পাঠাচ্ছেন, তাঁর পরিচয় জানতে চান ব্যবসায়ী।

এরপর আচমকা একটি ভিডিও কল আসে ব্যবসায়ীর মোবাইল ফোনে। সেই ভিডিও কলে অশালীন পোশাকে ছিলেন এক নারী। এরপর মুহূর্তেই ব্যবসায়ী ভিডিও কল কেটে দেন।

তারপরই ঐ ব্যবসায়ীকে ফোন করে বলা হয়, দিল্লির সফদরজং থানা থেকে ফোন করা হচ্ছে। হুমকি দেওয়া হয়, ভিডিও কলের ওই নারীর সঙ্গে তাঁর অশালীন ছবি পুলিশের হাতে রয়েছে। টাকা চাওয়া হয় ব্যবসায়ীর কাছ থেকে।  

অভিযোগকারী ব্যবসায়ী জানান, বারবার তার কাছে টাকা চেয়ে ফোন আসছে। 

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/172780/ফেসবুকে-ভিডিও-কল-হঠাৎ-সামনে-অশালীন-পোশাকে-নারী