আফগানিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল তালেবান!

আফগানিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল তালেবান!

আফগানিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল তালেবান!

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে করোনার থাবায় বন্ধ হয়ে যাওয়া বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে। এতে বিশ্বের একাধিক দেশে টিভিতে সম্প্রচারিত হচ্ছে হাজার কোটি টাকার এই টুর্নামেন্ট। কিন্তু এসবের মধ্যেই এবার আফগানিস্তানে আইপিএল সম্প্রচারের উপর তালেবান নিষেধাজ্ঞা জারি করেছে বলে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্থান টাইমসের। 

সোমবার এক টুইটার পোস্টে আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার মুহাম্মদ ইব্রাহিম মোমান্দ এ খবর জানিয়েছেন।

ওই পোস্ট তিনি লিখেছেন, আইপিএলের ম্যাচ চলাকালে চিয়ারলিডারদের নাচ ও হিজাব ছাড়া নারীদের প্রদর্শনের মতো ইসলামবিরোধী কার্যক্রম প্রচারিত হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়। 

তবে এ ব্যাপারে তালেবানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আগস্ট মাসের মাঝামাঝি আফগানিস্তানের ক্ষমতা দখলে নিয়েছে কট্টরপন্থী তালেবানরা। ফলে দেশটির খেলাধুলায় এসেছে নানা সীমাবদ্ধতা। বন্ধ করে দেওয়া হচ্ছে মেয়েদের খেলাগুলো। কদিন আগে তালেবানের সংস্কৃতিবিষয়ক কমিশনের উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াসিক বলেছিলেন মেয়েদের ক্রিকেট খেলতে দেওয়া হবে না। এবার আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞাকে আফগান দর্শকদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন সারাবিশ্ব।

বাংলাদেশ জার্নাল / এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/174927/আফগানিস্তানে-আইপিএল-সম্প্রচার-নিষিদ্ধ-করল-তালেবান