রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রচেষ্টা চলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে খুব দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প ও কয়লা বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প, রেল লাইন প্রকল্পসহ বর্তমান সরকারের বেশ কিছু মেগা প্রকল্প চলমান। এসব মেগা প্রকল্পের নিরাপত্তা আমাদের সার্বিক দায়িত্ব। ভবিষ্যতে নিরাপত্তা আরও জোরদার করা হবে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ প্রকল্পের হেলিপ্যাডে নামলে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে তিনি বিকাল সোয়া ৪টা পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে হেলিকপ্টার যোগে মাতারবাড়ী ত্যাগ করেন মন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন- মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সেলিম উদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, কোস্টগার্ডের উপ-পরিচালক কমোডর এনামুল হক, পুলিশের অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/175988/রোহিঙ্গা-প্রত্যাবাসন-প্রক্রিয়া-দ্রুত-শুরু-হবে