পৃথিবীতে কয়েক মিনিট, মঙ্গলে একটানা দেড় ঘণ্টা ভূমিকম্প

পৃথিবীতে কয়েক মিনিট, মঙ্গলে একটানা দেড় ঘণ্টা ভূমিকম্প

পৃথিবীতে কয়েক মিনিট, মঙ্গলে একটানা দেড় ঘণ্টা ভূমিকম্প

অন্যান্য

জার্নাল ডেস্ক

মঙ্গল গ্রহে তিনটি বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছে। মঙ্গল গ্রহ নিয়ে দীর্ঘদিন কাজ করা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ যান ইনসাইট এ তথ্য জানিয়েছে।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, পৃথিবীতে কয়েক মিনিটের কম্পন নয়, মঙ্গলের মাটিতে ভূমিকম্প হয়েছে টানা দেড় ঘণ্টা।

এর আগে গত ২৫ আগস্ট দুটি ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ২ এবং ৪ দশমিক ১ ম্যাগনিটিউড। কিন্তু সেগুলো এতক্ষণ স্থায়ী হয়নি।

সায়েন্স টেক ডেইলি জানিয়েছে, ২০১৯ সালে সবচেয়ে বড় ভূমিকম্প হয়। যার মাত্রা ছিল ৩.৭ রিখটার স্কেল। তবে এই ভূমিকম্পটি তার চেয়ে ৫ গুন শক্তিশালী। 

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/other/175468/পৃথিবীতে-কয়েক-মিনিট-মঙ্গলে-একটানা-দেড়-ঘণ্টা-ভূমিকম্প