এবার ইরাক থেকেও সেনা প্রত্যাহার করবে আমেরিকা

এবার ইরাক থেকেও সেনা প্রত্যাহার করবে আমেরিকা

এবার ইরাক থেকেও সেনা প্রত্যাহার করবে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কৌশলগত আলোচনার ভিত্তিতে এই তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকের সেনাবাহিনীর জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র তাহসিন আল খাফাজি।

ইরাক ও আমেরিকার যৌথ কমিটি এই তারিখ ঘোষণা করেছে।

শুক্রবার ব্রিগেডিয়ার জেনারেল তাহসিন আল খাফাজি জানান, দুই দেশের মধ্যে অর্জিত সমঝোতার ভিত্তিতে এরিমধ্যে বিপুল সংখ্যক মার্কিন সেনা ইরাক ছাড়তে শুরু করেছে।

তিনি বলেন, আইন আল আসাদ ঘাঁটির একাংশ এবং আল হারির ঘাঁটি ছাড়া আর কোথাও মার্কিন সেনাদের উপস্থিতি নেই। আর এই আইন আল আসাদ ঘাঁটিটির কমান্ডিংয়ের দায়িত্বও এখন ইরাকি সেনাবাহিনীর হাতে। এছাড়া আল হারির ঘাঁটির একটা বড় অংশই নিয়ন্ত্রণ করছে কুর্দিস্তানের পিশমার্গা বাহিনী।

২০০৩ সাল থেকে ইরাকে মার্কিন সেনারা অবস্থান করছে। তবে ইরাকি জনগণ ও রাজনৈতিক দলগুলো মার্কিন সেনা উপস্থিতির বিরোধী। এর আগে ইরাকের সংসদও মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করেছে। পার্স টুডে

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/173747/এবার-ইরাক-থেকেও-সেনা-প্রত্যাহার-করবে-আমেরিকা