প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট স্থগিত

প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট স্থগিত

প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট স্থগিত

চুয়াডাঙ্গায় ৯ সেপ্টেম্বর থেকে ডাকা বাস ধর্মঘট স্থগিত করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক পরিবহন কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানিয়েছে তারা।

বাংলাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ৯ সেপ্টেম্বর থেকে ডাকা বাস ধর্মঘট স্থগিত করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক পরিবহন কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানিয়েছে তারা।

চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা জেলা প্রসাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত ফলপ্রসূ হওয়ায় ৯ সেপ্টেম্বর থেকে তাদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক সড়ক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

সভায় চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদরর দাবির আলোকে সিদ্ধান্ত হয়- সড়কে চলাচলরত অবৈধ যান নসিমন, করিমন, আলমসাধু যাত্রী বহন করতে পারবে না। ইজিবাইক একটি নির্দিষ্ট সীমার মধ্যে চলাচল করবে।

এ সভায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলী রেজা সজল।

এবং সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন মুক্তা, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সালাউদ্দীন, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বদর উদ্দীন খাঁন, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দাার টোকন।

জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, এর আগে সকাল ১১টায় চুয়াডাঙ্গার আঞ্চলিক ৫টি সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করে চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক শ্রমিক  ঐক্য পরিষদ। এছাড়া গত সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজনও করা হয়। সেখান থেকেই আগামী ৯ সেপ্টেম্বর থেকে জেলায় বাস ধর্মঘটের ডাক দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173438/প্রশাসনের-আশ্বাসে-বাস-ধর্মঘট-স্থগিত