ইভটিজারের হামলায় আহত বীর মুক্তিযোদ্ধা

ইভটিজারের হামলায় আহত বীর মুক্তিযোদ্ধা

ইভটিজারের হামলায় আহত বীর মুক্তিযোদ্ধা

হবিগঞ্জে মেয়েকে ইভটিজারের হাত থেকে বাঁচাতে গিয়ে বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল (৭২) আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে মেয়েকে ইভটিজারের হাত থেকে বাঁচাতে গিয়ে বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল (৭২) আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জে মাধবপুরে সোমবার দুপুরে মনতলা শাহজালাল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ গেইটে এ ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা শ্রীধরপুর গ্রামের বাসিন্দা। 

এ ঘটনায় পুলিশ হাসান আল মামুন (২০) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।

ইভটিজিংয়ের শিকার কলেজ ছাত্রী জানান, সোমবার দুপুর ১টার মনতলা শাহজালাল সরকারি কলেজ এলাকার বাসা থেকে বের হয়ে মাধবপুরে আসার পথে কলেজ গেইটের কাছে শ্রীধরপুর গ্রামের হাসান আল মামুনসহ ৪ যুবক ২টি মোটরসাইকেল দিয়ে তার পথ রোধ করে। এসময় ওই ৪ চারজন তাকে অশ্লীল আচরণ সহকারে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেয়ার চেষ্টা করে।

এসময় তিনি ছাত্রীর চিৎকার শুনে পথচারীসহ তার বার ঘটনাস্থলে গেলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। উপস্থিত জনতার সহায়তায় পালিয়ে যাওয়ার সময় ১টি মোটরসাইকেলসহ হাসান আল মামুনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মনতল পুলিশ (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, মামুন নামে এক যুবকে আটক করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173318/ইভটিজারের-হামলায়-আহত-বীর-মুক্তিযোদ্ধা