আজারবাইজানে '৩ ভাইয়ের' সামরিক মহড়া শুরু

আজারবাইজানে '৩ ভাইয়ের' সামরিক মহড়া শুরু

আজারবাইজানে '৩ ভাইয়ের' সামরিক মহড়া শুরু

তুরস্ক ও পাকিস্তান সহযোগিতা করেছে

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজানের সশস্ত্র বাহিনী যৌথ মহড়া শুরু হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘থ্রি ব্রাদার্স-২০২১’ বা ‘তিন ভাই-২০২১’।

আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে।

আজারবাইজানের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডার হেকমাত মিরজায়েফ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, ‘কারাবাখকে দখলমুক্ত করার ৪৪ দিন ব্যাপী যুদ্ধে তুরস্ক ও পাকিস্তান সহযোগিতা করেছে। এই সহযোগিতার জন্য উভয় দেশকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, এই তিন দেশের মধ্যে এই প্রথম এ ধরণের মহড়ার আয়োজন করা হয়েছে। এর ফলে তিন দেশের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়বে। তার মতে, এই মহড়ার মধ্যদিয়ে দুই দেশের বিশেষ বাহিনী নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে। তারা আরও বেশি প্রশিক্ষিত হয়ে ওঠবে।

গত জুলাই মাসে তিন দেশের সংসদ স্পিকার একটি যৌথ বিবৃতিতে সই করেন। সেখানে তারা পারস্পরিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন। পার্স টুডে

বাংলাদেশ জারনাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/174251/আজারবাইজানে-৩-ভাইয়ের-সামরিক-মহড়া-শুরু