'পাওয়া গেল' ২০২২ সালের রুটি!

'পাওয়া গেল' ২০২২ সালের রুটি!

'পাওয়া গেল' ২০২২ সালের রুটি!

দিনাজপুর প্রতিনিধি

পাউরুটির প্যাকেটে উৎপাদন তারিখ ০৭-০৯-২০২২। শুনে অবাক লাগলেও দিনাজপুরের এক বেকারিতে অভিযান চালিয়ে এমন দৃশ্য দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

অভিযানে সহযোগিতা করেন দিনাজপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. জেহাদী হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পুলহাট এলাকায় মা বেকারির কারখানায় পাউরুটির মেয়াদ ২০২২ সালের ৭ সেপ্টেম্বর উল্লেখ করে বাজারজাত করছিল। পরে ওই বেকারির স্বত্বাধিকারী জমিদুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও শহরের দিলশাদ ভান্ডার হোটেলের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মিষ্টির সিরায় মৌমাছি ও দই তৈরির জায়গায় বিড়ালের উপস্থিতি পেয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ৩নম্বর উপশহর এলাকার উৎসব বেকারিকে ১০ হাজার টাকা এবং খোদমাধবপুর এলাকায় একটি মুড়ির মিলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173425/পাওয়া-গেল-২০২২-সালের-রুটি