দ. আফ্রিকায় 'টার্গেট' বাংলাদেশিরা

দ. আফ্রিকায় 'টার্গেট' বাংলাদেশিরা

দ. আফ্রিকায় 'টার্গেট' বাংলাদেশিরা

বাংলাদেশিদের দোকানপাটে হামলা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে

প্রবাস ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের অপহরণ আর হত্যা যেন এখন নিয়মিত ব্যাপার। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটতরাজ আছেই। ইতিমধ্যে চলতি মাসে দেশটিতে চার বাংলাদেশিকে হত্যা করা হয়েছে।

প্রবাসীরা জানান, অপহরণের পর কাউকে কাউকে হত্যা করা হয়। আবার অনেককে মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। 

বেশ কয়েকজন প্রবাসী জানিয়েছেন, বাংলাদেশিদের দোকানপাটে হামলা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়গুলোতে অভিবাসীবিরোধী হামলার শিকার হয়েছেন বহু বাংলাদেশি।

চলতি মাসে শ্বাসরোধে শংকর দাশ নামে এক বাংলাদেশিকে স্থানীয় কৃষ্ণাঙ্গরা হত্যা করে। একই পদ্ধতিতে নুরে আলম ভুট্টু নামে আরেক বাংলাদেশিকে হত্যা করে কৃষ্ণাঙ্গরা। 

এছাড়াও ডাকাতের গুলিতে কোরআনে হাফেজ আব্দুল আহাদ (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শফিকুল ইসলাম (৫৫) নামে আরেক বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা করে দোকানের টাকা-পয়সা ও মালামাল লুট করে কৃঞ্চাঙ্গ সন্ত্রাসীরা। 

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/174263/দ.-আফ্রিকায়-টার্গেট-বাংলাদেশিরা