পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে তিন বিভাগের রেল চলাচল শুরু

পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে তিন বিভাগের রেল চলাচল শুরু

পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে তিন বিভাগের রেল চলাচল শুরু

বাংলাদেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে তিন বিভাগের সঙ্গে বন্ধ হওয়া রেল যোগাযোগ পাঁচ ঘণ্টা পর শুরু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে সোমবার ভোররাত ৪টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনে দিনাজপুর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পরে। এতে সাড়ে ৪ ঘণ্টা ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার মোহনপুর ছেড়ে যায়। এরপর সুন্দরবন এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেনও ওই স্টেশন ছেড়ে গেছে।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে লাইট ইঞ্জিন নিয়ে আসার পর বিকল ট্রেনটির ইঞ্জিন মেরামত করা হয়। পরে বিকল হওয়া তেলের ট্রেনটি সরিয়ে মেইন লাইনে নেয়া হয়। এরপর থেকেই রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173194/পাঁচ-ঘণ্টা-পর-ঢাকার-সঙ্গে-তিন-বিভাগের-রেল-চলাচল-শুরু