পাঞ্জশিরের মাসুদকে নিয়ে ধোঁয়াশা

পাঞ্জশিরের মাসুদকে নিয়ে ধোঁয়াশা

পাঞ্জশিরের মাসুদকে নিয়ে ধোঁয়াশা

আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা নিজেদের দখলে নেয়ার দাবি করছে তালেবান।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা নিজেদের দখলে নেয়ার দাবি করছে তালেবান। অন্যদিকে উপত্যকাটির প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট এখন স্বীকার করেনি পরাজয়। 

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জশির উপত্যকা তালেবানের দখলে যাওয়র পর  উপত্যকা ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন আশরাফ গনির নেতৃত্বাধীন সাবেক আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তবে প্রতিরোধ বাহিনীর নেতৃত্ব দেয়া আহমেদ মাসুদের অবস্থান অজানা।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আলজাজিরার সংবাদদাতা শার্লট বেলিস জানায়, পাঞ্জশির উপত্যকায় তালেবান-বিরোধী প্রতিরোধ বাহিনীর নেতৃত্ব দওয়া আহমেদ মাসুদের ভাগ্যে ঠিক কি ঘটেছে তা এখনও অজানা।

এদিকে আহমেদ মাসুদ আফগানিস্তান থেকে পালিয়ে তুরস্কে চলে গেছেন বলে দাবি করেছেন তালেবানের নিউজ চ্যানেল আলেমারাহর সাংবাদিক তারিক গজনিওয়াল।

সোমবার ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাঞ্জশিরে ইন্টারনেট সেবা নেই। তাহলে আহমেদ মাসুদ অনলাইনে পোস্ট করছেন কীভাবে? তিনি তুরস্কে আছেন।

অন্যদিকে তালেবানের বরাত দিয়ে তিনি আরও জানায়, পাঞ্জশির উপত্যকার পতনের পর তাজিকিস্তানে পালিয়ে গেছেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের পর আফগান নিরাপত্তা বাহিনী ও পুলিশের অনেক সদস্য পাঞ্জশিরে পালিয়ে যান এবং নিজেদেরকে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট হিসেবে আখ্যায়িত করেন। সেসময় তারা তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলেন।

এর আগে প্রায় এক সপ্তাহের যুদ্ধ শেষে পাঞ্জশির পুরোপুরি দখলে এসেছে বলে জানায় তালেবান। সোমবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই তথ্য জানান।

এদিকে আফগানিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই এ বিষয়ক কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে, তালেবান যোদ্ধারা পাঞ্জশিরের প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন। এছাড়া কয়েকটি ভিডিওতে পাঞ্জশিরে তাদেরকে নিজস্ব পতাকা উত্তোলন করতেও দেখা যায়।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/173308/পাঞ্জশিরের-মাসুদকে-নিয়ে-ধোঁয়াশা