করোনাকালে চবি শিক্ষার্থীদের ফি মওকুফ

করোনাকালে চবি শিক্ষার্থীদের ফি মওকুফ

করোনাকালে চবি শিক্ষার্থীদের ফি মওকুফ

করোনাকালে তিনটি খাতে ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এছাড়া যারা ইতোমধ্যেই এসব ফি পরিশোধ করেছে...

শিক্ষা

চট্টগ্রাম প্রতিনিধি

করোনাকালে তিনটি খাতে ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এছাড়া যারা ইতোমধ্যেই এসব ফি পরিশোধ করেছে, তাদের ফিও ফেরত দেওয়া হবে।

২০২০ সালের মার্চ থেকে করোনাকালে বন্ধ পর্যন্ত এ সুবিধা পাবেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ফি মওকুফ করা খাত তিনটি হলো- পরিবহন, বাসন-কোশন ও আবাসিক ফি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ মার্চ ২০২০ সাল থেকে ২০২১ সালে বিশ্ববিদ্যালয় বন্ধকালীন সময় পর্যন্ত পরিবহন, বাসন-কোশন ও আবাসিক হলের সিট ভাড়া খাতে নির্ধারিত ফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যথাযথ পর্ষদের অনুমোদন সাপেক্ষে মওকুফ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়, যেসব শিক্ষার্থীর কাছ থেকে ইতোমধ্যে অর্থ আদায় করা হয়েছে, তাদের পরিশোধ করা অর্থ সমন্বয় করে ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/education/172543/করোনাকালে-চবি-শিক্ষার্থীদের-ফি-মওকুফ