ইসরাইলের ২১ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

ইসরাইলের ২১ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

ইসরাইলের ২১ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল যে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তার মধ্যে ২১টি ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী।

রাশিয়ার সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে ইরানী গণমাধ্যম পার্স টুডে।

গণমাধ্যমটি এক খবরে জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্র ধংসের এ তথ্য জানিয়েছেন সিরিয়ায় রাশিয়ার রিকনসিলেশন সেন্টারের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত।

তিনি বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরাইলের বিমান বাহিনী এফ-১৫ বিমান থেকে দামেস্ক শহর লক্ষ্য করে ২৪টি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কিন্তু সিরিয়ার সামরিক বাহিনী রুশ নির্মিত বাক-এম-২ই এবং পান্তশির এস-১ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ২১ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/173193/ইসরাইলের-২১-ক্ষেপণাস্ত্র-ধ্বংস-করল-সিরিয়া