করোনার বুস্টার ডোজ নিলেন বাইডেন

করোনার বুস্টার ডোজ নিলেন বাইডেন

করোনার বুস্টার ডোজ নিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি করোনা থেকে নিরাপদে থাকতে টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এএফপির। 

সম্প্রতি যুক্তরাষ্ট্র ফাইজার-বায়োএনটেকের টিকার বুস্টার ডোজের অনুমোদন দেয়। ৬৫ বছর বয়সী বা এর চেয়ে বেশি বয়সী ব্যক্তিদের জন্য এ ডোজের অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও করোনায় সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এ বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসে বুস্টার ডোজ নেন বাইডেন। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে বাইডেন ফাইজার-বায়োএনটেক টিকার প্রথম ডোজ নেন। প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ পর চলতি বছরের জানুয়ারিতে তিনি দ্বিতীয় ডোজ নেন। সে ধারাবাহিকতায় বুস্টার ডোজ হিসেবে ফাইজার-বায়োএনটেকের তৃতীয় ডোজ নিলেন তিনি। বাইডেনের বয়স এখন ৭৮ বছর।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/176002/করোনার-বুস্টার-ডোজ-নিলেন-বাইডেন