ইরানের ত্রাণবাহী বিমান পৌঁছাল আফগানিস্তানে

ইরানের ত্রাণবাহী বিমান পৌঁছাল আফগানিস্তানে

ইরানের ত্রাণবাহী বিমান পৌঁছাল আফগানিস্তানে

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ইরানের একটি ত্রাণ বিমান...

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ইরানের একটি ত্রাণ বিমান। তালেবান গোষ্ঠীর হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর এই প্রথম ইরান এ ধরনের মানবিক সহায়তা পাঠালো।

ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানায়, ত্রাণবাহী এ বিমানে ইরানের অন্তত এক ডজন কূটনীতিক রয়েছেন। মহান এয়ারলাইন্সের বিমানটি বুধবার কাবুলে পৌঁছায়।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র মাশহাদ শহর থেকে ১৯ জন আরোহী নিয়ে বিমানটি কাবুলের উদ্দেশ্যে রওনা দেয়। আফগানিস্তান থেকে ২৬ জন যাত্রী নিয়ে বিমানটি মাশহাদ শহরে ফিরে আসবে।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও দেশটির হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন্সের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে মানবিক সহযোগিতা পাঠানোর অনুরোধ করেছিলেন। 

বাংলাদেশ জার্নাল / এএম /আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/174388/ইরানের-ত্রাণবাহী-বিমান-পৌঁছাল-আফগানিস্তানে