আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত: বাইডেন

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত: বাইডেন

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত: বাইডেন

দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি টানার পর স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে একথা বলেন বাইডেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আন্তর্জাতিক ডেস্ক

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর গত কয়েকদিনে কাবুল থেকে মার্কিন নাগরিক ও নির্দিষ্ট আফগানদের উদ্ধার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারও করা হয়েছে। এ কারণে নানা সমালোচনা সহ্য করতে হচ্ছে বাইডেনকে।

মঙ্গলবার সেটারই ব্যাখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে তিনি নন। তার সরকার আফগান যুদ্ধের পরিধি আর বাড়াতে চায় না। আর তাই সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি একেবারই সঠিক। এটি একটি ‘বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত’। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি টানার পর স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে একথা বলেন বাইডেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর দেশটি থেকে আমেরিকান এবং আফগানদের সরিয়ে নেবার বিষয়ে বাইডেন বলেন, ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেবার মাধ্যমে আমরা ইতিহাসের সবচেয়ে বড় বিমান পরিবহন সম্পন্ন করেছি। কখনোই কোনো দেশ এরকম কিছু করেনি।

বাইডেন বলেন, সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের সব দায়-দায়িত্ব নিচ্ছি। অনেকেই বলছেন, তাড়াহুড়োর কারণেই কী এতোটা অরাজকতা? তাদের বলবো, জুন-জুলাই এর দিকে লাখো মানুষকে সরানো হলেও একই চিত্র দেখতে হতো। এটাই সর্বোত্তম সময় ফিরে আসার। আর তৃতীয় দশকে যুদ্ধ গড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তাতে যুক্তরাষ্ট্রের ওপরই বাড়ত হামলার ঝুঁকি। একজন প্রেসিডেন্টের মৌলিক দায়িত্ব যুক্তরাষ্ট্র এবং মার্কিনীদের রক্ষা।

তবে শত্রুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেছেন, যারা আমেরিকার ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে লড়তে আমরা বিশ্রাম নিব না। আমরা তাদের ক্ষমা করবো না, কখনোই ভুলবো না। পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে হলেও আমরা তাদের শিকার করবো। আমেরিকার শত্রুদের অবশ্যই চূড়ান্ত মূল্য দিতে হবে।

সোমবার মধ্যরাতে উদ্ধারকারী শেষ বিমান কাবুল ত্যাগ করে। এরপরই বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তারা আফগানিস্তানকে স্বাধীন ঘোষণা দিয়ে আকাশে ফাঁকা গুলি ছুড়ে ও আতশবাজি ফুটিয়ে বিজয় উদযাপন করে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/172552/আফগানিস্তান-থেকে-সেনা-প্রত্যাহার-বুদ্ধিদীপ্ত-সিদ্ধান্ত-বাইডেন