যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মুসলিম বিচারক হলেন বাংলাদেশি নুসরাত

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মুসলিম বিচারক হলেন বাংলাদেশি নুসরাত

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মুসলিম বিচারক হলেন বাংলাদেশি নুসরাত

যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত চৌধুরি। বুধবার ঐ নারীকে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দেশটির ইতিহাসে দ্বিতীয় মুসলিম ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পান নুসরাত। আর তিনিই প্রথম বাংলাদেশি, যিনি এ নিয়োগ পেয়েছেন।  এছাড়াও বাংলাদেশি নুসরাতই প্রথম কোনো দক্ষিণ এশীয় মুসলিম নারী যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক পদে নিয়োগ পেলেন।

এর আগে এই বাংলাদেশিকে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সুপারিশ করেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার।

চাক শুমার বলেন, দেশের নাগরিক অধিকার, ন্যায্য আবাসন, ফৌজদারি বিচার সংস্কারকরণসহ ফেডারেল বেঞ্চের আরও অনেক কিছুতে অসাধারণ কিছু পরিবর্তন নিয়ে আসবে প্রতিভাবান এ নারী।

বর্তমানে ইলিনয়ের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে (অ্যাকলু) আইনি পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন ৪৪ বছর বয়সী নুসরাত চৌধুরি। মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতার প্রশ্নে ন্যায়বিচার নিয়ে কর্মরত ২০ জন অ্যাটর্নির একটি টিমের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/173432/যুক্তরাষ্ট্রে-দ্বিতীয়-মুসলিম-বিচারক-হলেন-বাংলাদেশি-নুসরাত