ফুলসজ্জিত গাড়িতে বাড়ি গেলেন কনস্টেবল আজাদ

ফুলসজ্জিত গাড়িতে বাড়ি গেলেন কনস্টেবল আজাদ

ফুলসজ্জিত গাড়িতে বাড়ি গেলেন কনস্টেবল আজাদ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চরজব্বর থানা প্রাঙ্গণে সংবর্ধনার মধ্য দিয়ে কনস্টেবল আবুল কালাম আজাদকে শেষ কর্মদিবসে বিদায় দিয়েছেন সহকর্মীরা। এসময় পুলিশ সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আবুল কালামকে ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানান। পরে ফুলসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চরজব্বর থানা প্রাঙ্গণে এমন সংবর্ধনার মধ্য দিয়ে বিদায় জানানো হয় কনস্টেবল আবুল কালামকে। এছাড়াও বিদায় বেলায় ওই কনস্টেবলের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। এমন বিদায়ে কনস্টেবল আবুল কালামও আবেগাপ্লুত হয়ে পড়েন।

কনস্টেবল আবুল কালামের সাড়ে ৩৮ বছরের চাকরি জীবনের শেষ কর্মস্থল ছিল চরজব্বর থানা। তিনি সদর উপজেলার এওজবালিয়া গ্রামের বাসিন্দা। 

আবুল কালাম বলেন, চাকরি জীবনে অনেক জেলায় চাকরি করেছি। বিদায়ক্ষণে চরজব্বর থানার ওসি ও সহকর্মীদের বিদায় সংবর্ধনা জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, এই থানায় আসার পর প্রথম কোনো পুলিশ কনস্টেবল অবসরে গিয়েছেন। তাকে বিদায়ের সময় বর্ণাঢ্য আয়োজন করে সংবর্ধনা ও ফুলসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/172901/ফুলসজ্জিত-গাড়িতে-বাড়ি-গেলেন-কনস্টেবল-আজাদ