বিশ্বে আরও ১০ হাজার মৃত্যু

বিশ্বে আরও ১০ হাজার মৃত্যু

বিশ্বে আরও ১০ হাজার মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ হাজার ৩৭৭ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার...

আন্তর্জাতিক ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ হাজার ৩৭৭ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার। এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় শনাক্ত ২১ কোটি ৯২ লাখ ২৮ হাজার ১৭২ জনে এবং মৃত্যু ৪৫ লাখ ৪৩ হাজার ৬৪৩ জনে দাঁড়িয়েছে।

গত একদিনে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ১ লাখ ৮৪ হাজার ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৪৮০ জনের। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩ লাখ ৩০ হাজার ৬৯১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৫৯ হাজার ৯২৭ জন মারা গেছেন।

অন্যদিকে বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৩৫ জনের মৃত্যু এবং নতুন করে আরও ১১ হাজার ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৫২ হাজার ৪১০ জনে। তাদের মধ্যে মারা গেছে ২ লাখ ৫৯ হাজার ৩২৬ জন রোগী।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৩৬৮ জন। একই সময়ে ৭৯০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৯ লাখ ৩৭ হাজার ৩৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৪ জনের।

এদিকে একদিনে ইরানে করোনায় ৫৯৯ জন মারা গেছে। এ সময়ে সংক্রমিত রোগীর সংখ্যা ৩৩ হাজার ১৭০ জন। দেশটিতে এখন পর্যন্ত ৫০ লাখ ২৫ হাজার ২৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। একই সময়ে ১ লাখ ৮ হাজার ৩৯৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫৩ জন এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩৩৭ জন। এখন পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ১৩৮ জনে এবং মৃত্যু ১ লাখ ৩৩ হাজার ৬৭৩ জনে দাঁড়িয়েছে।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। 

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের এবং শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩৪৮ জন। এ নিয়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৮ লাখ ৪ হাজার ২১৫ জনের। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮১ হাজার ২২৮ জনের।

করোনা শনাক্তের তালিকায় দ্বিতীয় আর মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৫০৫ জন মারা গেছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৯৭১ জন রোগী। এ নিয়ে দেশটিতে শনাক্ত ৩ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৮৬৩ জনে এবং মৃত্যু ৪ লাখ ৩৯ হাজার ৫৫৯ জনে দাঁড়িয়েছে।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৭ লাখ ৮৩ হাজার ৩২৯ জন, যুক্তরাজ্যে ৬৮ লাখ ২৫ হাজার ৭৪ জন, ইতালিতে ৪৫ লাখ ৪৬ হাজার ৪৮৭ জন, তুরস্কে ৬৪ লাখ ১২ হাজার ২৭৭ জন, স্পেনে ৪৮ লাখ ৬১ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় ফ্রান্সে এক লাখ ১৪ হাজার ৫৭৭ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩২ হাজার ৭৪২ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ২৯০ জন, তুরস্কে ৫৭ হাজার, স্পেনে ৮৪ হাজার ৪৭২ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/172667/বিশ্বে-আরও-১০-হাজার-মৃত্যু