উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

রাজধানীর উত্তরায় একটি নির্মাণাধীন ভবনের চার তালার ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলী (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু...

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় একটি নির্মাণাধীন ভবনের চার তালার ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলী (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেল পাঁচটার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ২২ নম্বর ভবনে এই দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ থানা এলাকায়। তিনি স্থানীয় নুর ইসলামের ছেলে।

নিহতের সহকর্মী রাজিব বলেন, নির্মাণাধীন ওই চারতলা ভবনের ছাদে কাজ করছিলেন মোহাম্মদ আলী। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গেলে পেটে রড ঢুকে যায়।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পশ্চিম থানাকে জানিয়েছি।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174006/উত্তরায়-নির্মাণাধীন-ভবন-থেকে-পড়ে-শ্রমিক-নিহত