ইতালির রাজনীতিতে বাংলাদেশি পাপিয়ার আলোড়ন

ইতালির রাজনীতিতে বাংলাদেশি পাপিয়ার আলোড়ন

ইতালির রাজনীতিতে বাংলাদেশি পাপিয়ার আলোড়ন

প্রবাস ডেস্ক

নাম পাপিয়া আক্তার। জন্মগ্রহণ করেন বাংলাদেশে। বেড়ে উঠেছেন রোমের ফ্রাসকাটি শহরে তার বর্তমান নির্বাচনী এলাকায়।। এ শহরেই দীর্ঘ ২৫ বছরের বেশি বসবাস করছেন তিনি।

ইতালির ন্যাশনাল সিভিল সার্ভিসে কাজের মাধ্যমে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন জনসেবামূলক কাজ করেছেন।

আগামী ৩-৪ অক্টোবর ইতালির রোমে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রথমবারের মতো একাধিক বাংলাদেশি প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে পাপিয়া একজন। ইতিমধ্যে তিনি ঐ এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোড়ন তৈরি করেছেন।

জানা যায়, ইতালির অন্যতম দল ডেমোক্রেটিকের (পিডি) সমর্থন নিয়ে পাপিয়া ইতালিয়ান প্রার্থীদের বিরুদ্ধে লড়বেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পাপিয়া বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত কর্মজীবন সম্মিলিত একটি শহর হলো একটি নিরাপদ ও আদর্শ শহর। তাছাড়া আপনাদের মাধ্যমে আমি আমার প্রিয় জন্মভূমির সব বাংলাদেশি জনগণের কাছে দোয়া প্রত্যাশা করি। আসন্ন নির্বাচনে যেন জয়ী হয়ে দেশবাসীর সুনাম বৃদ্ধি করতে পারি। 

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/175464/ইতালির-রাজনীতিতে-বাংলাদেশি-পাপিয়ার-আলোড়ন