বুধবার ইরানের বিপক্ষে লড়বেন সাবিনারা

বুধবার ইরানের বিপক্ষে লড়বেন সাবিনারা

বুধবার ইরানের বিপক্ষে লড়বেন সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক

এএফসি এশিয়ান কাপ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বড় হার দিয়ে শুরু মিশন শুরু করেছিল সফরকারী বাংলাদেশ। প্রথম ম্যাচে জর্ডানের কাছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারার পর সাবিনারা আজ বুধবার দ্বিতীয় ম্যাচে খেলবেন ইরানের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকাল চারটায় উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। 

২০১৪ সালের পর নারী এশিয়ান কাপের বাছাই পর্ব খেলছে বাংলাদেশ। দীর্ঘ সাত বছর পর এত বড় টুর্নামেন্টের বাছাই পর্বে খেলার চাপ ছিল মেয়েদের জন্য পাহাড়সম। দ্বিতীয় ম্যাচেও তাই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হচ্ছে তাদের। তবুও আশাবাদী বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তার কথায়, ‘ইতোমধ্যে জর্ডানের সঙ্গে একটি ম্যাচ আমরা খেলেছি। তারা অনেক শক্তিশালী দল। অনেক বয়স্ক এবং অভিজ্ঞ ফুটবলার রয়েছে তাদের। মূলত ছোটখাটো ভুলেই গোলগুলো হজম করতে হয়েছে আমাদের। খেলার পর এই দু’দিন আমরা পর্যালোচনা ও মূল্যায়ন করেছি। মেয়েরা ভালোভাবেই রিকভারি করেছে। ইরানও অনেক শক্তিশালী দল। ৭২ নম্বর র‍্যাংকিং তাদের।  গত ম্যাচের ভুল ত্রুটি শুধরে এই ম্যাচে মেয়েরা ভালো একটা খেলা উপহার দেবে এবং এখান থেকে ভালো একটা অভিজ্ঞতা অর্জন করবে।’ 

দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘রোববার জর্ডানের বিপক্ষে আমরা যে ম্যাচ খেলেছি সেখানে শুরুটা ভালো ছিল। ৩৫ মিনিট ধরে তাদের সঙ্গে আমরা সমান তালে লড়াই করেছিলাম। ছোট ছোট কিছু ভুলের কারণে আমরা গোল রিসিভ করেছি। তবে আমাদের মেয়েরা চেষ্টা করেছে সর্বোচ্চটা দিয়ে খেলার। জর্ডান অনেক ভালো দল। তাদের ফুটবলারদের বয়সও বেশি। অন্যদিকে আমাদের মেয়েরা অনুর্ধ্ব ১৮-১৯ থেকে জাতীয় দলে এসেছে। তাদের যদি সময় দেয়া হয়। আগামী দু’তিন বছর পর একটা ভালো জায়গায় অবস্থান করবে বলে আমি মনে করি। আগামীকাল আমাদের যে ম্যাচ রয়েছে সেখানে আমরা চেষ্টা করবো গত ম্যাচের ভুলত্রুটিগুলো সংশোধন করে ভালোভাবে খেলার।’

বাংলাদেশ জার্নাল / আইএইচ / এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/175058/বুধবার-ইরানের-বিপক্ষে-লড়বেন-সাবিনারা