লামায় ২৮ ইটভাটাকে এককোটি টাকা জরিমানা

লামায় ২৮ ইটভাটাকে এককোটি টাকা জরিমানা

লামায় ২৮ ইটভাটাকে এককোটি টাকা জরিমানা

লামায় পাহাড় কাটা ও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ২৮টি ইটভাটায় অভিযান চালিয়ে এক কোটি আট লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি

লামায় পাহাড় কাটা ও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে  ২৮টি ইটভাটায় অভিযান চালিয়ে এক কোটি আট লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

মঙ্গলবার বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ফাইতংয় এলাকায় এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয় বলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ের পরিচালক মফিদুল আলমের পাঠানো এক বার্তায় বিষয়টি জানা যায়।

পরিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত২০১০) এর ৭ ও ১২ ধারার আলোকে ইটভাটাগুলো থেকে জরিমানা আদায় করা হয়।

বার্তায় আরও বলা হয়েছে, লামার ফাইতংয়ে অবস্থিত ডিবিএম ব্রিকসকে পাঁচ লাখ টাকা, এ এম আর ব্রিকসকে চার লাখ টাকা, এম এইছবি ব্রিকসকে চার লাখ ৬০ হাজার টাকা, এমবিএস ব্রিকসকে চার লাখ ৪০ হাজার টাকা; 

ওয়াই এসবি ব্রিকসকে এক লাখ টাকা, ইউ এম বি ব্রিকসকে পাঁচ লাখ ১০ হাজার টাকা, বিবিএম ব্রিকসকে তিন লাখ ২০ হাজার টাকা, ফোর বিএম ব্রিকসকে এক লাখ ৮০ হাজার টাকা, 

এস বি ডাব্লিউ ব্রিকসকে পাঁচ লাখ টাকা, এমএমবি ব্রিকসকে চার লাখ টাকা, এফ এ সি ব্রিকসকে পাঁচ লাখ টাকা, ফাইভ বিএম ব্রিকসকে চার লাখ ৮০ হাজার টাকা, এবিসি ব্রিকসকে তিন লাখ টাকা, থ্রি বিএম ব্রিকসকে চার লাখ ৭০ হাজার টাকা।

ইবিএম ব্রিকসকে এক লাখ টাকা, এসএবি ব্রিকসকে তিন লাখ ৬০ হাজার টাকা, এন আর বি ব্রিকসকে দুই লাখ টাকা, কেবিসি ব্রিকসকে চার লাখ ৫০ হাজার টাকা, এসকেবি ব্রিকসকে তিন লাখ ৩০ হাজার টাকা, ইউবিএম ব্রিকসকে চার লাখ ৭০ হাজার টাকা;

এবিসি-৩ ব্রিকসকে পাঁচ লাখ ৫০ হাজার টাকা, এসবিএম ব্রিকসকে দুই লাখ ৮০ হাজার টাকা, এএমবি ব্রিকসকে তিন লাখ ২০ হাজার টাকা, এমবিআই ব্রিকসকে পাঁচ লাখ ১০ হাজার টাকা, এইছবিএম ব্রিকসকে চার লাখ ২০ হাজার টাকা; 

টিএইছবি ব্রিকসকে এক লাখ টাকা, বিবিসি ব্রিকসকে সাত লাখ টাকা, এবিএম ব্রিকসকে পাঁচ লাখ টাকা। ২৮টি ইটভাটায় সর্বমোট এক কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/172549/লামায়-২৮-ইটভাটাকে-এককোটি-টাকা-জরিমানা