অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছরের কারাদণ্ড

অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছরের কারাদণ্ড

অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছরের কারাদণ্ড

শেরপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় বাবুল কবিরাজ (৩১) নামে এক যুবককে ৪৪ বছরের কারাদণ্ড...

বাংলাদেশ

শেরপুর প্রতিনিধি

শেরপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় বাবুল কবিরাজ (৩১) নামে এক যুবককে ৪৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ড পাওয়া ব্যক্তি সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২১ এপ্রিল চরশেরপুর সাতানিপাড়া গ্রামের একটি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) ফুঁসলিয়ে অপহরণ করে বাবুল কবিরাজ। পরে তাকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে বাবুল। একপর্যায়ে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর বাবুল ওই কিশোরীকে ঢাকায় রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় একই বছরের ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষক বাবুলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

২০১৯ সালের ২৩ এপ্রিল আসামির বিরুদ্ধে চার্জ গঠন ও সাক্ষ্যগ্রহণ করা হয়। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার আদালত বাবুলকে অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া ধর্ষণের দায়ে ৩০ বছরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174795/অপহরণ-ও-ধর্ষণ-মামলায়-যুবকের-৪৪-বছরের-কারাদণ্ড