ঢাকার সঙ্গে তিন বিভাগের রেল যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে তিন বিভাগের রেল যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে তিন বিভাগের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

দিনাজপুর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ইঞ্জিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে তিন বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার ভোররাত ৪টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক, ঢাকা নামের তেলবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন ফেল করে। চালক অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারেনি। এ কারণে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে একটি লাইট ইঞ্জিন আনা হচ্ছে। এটি আসলেই ইঞ্জিন বিকল হওয়া তেলের ট্রেনটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173191/ঢাকার-সঙ্গে-তিন-বিভাগের-রেল-যোগাযোগ-বন্ধ