কৃত্রিম ভিড় তৈরি করে ছিনতাই করত তারা

কৃত্রিম ভিড় তৈরি করে ছিনতাই করত তারা

কৃত্রিম ভিড় তৈরি করে ছিনতাই করত তারা

পুলিশ জানিয়েছে, জনবহুল বিভিন্ন এলাকায় কৃত্রিম ভিড় তৈরি করে নারীদের গলায় থাকা স্বর্ণের চেইন বিশেষ পদ্ধতিতে...

বাংলাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে স্বর্ণের ছিনতাই চক্রের সাত নারী সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ জানিয়েছে, জনবহুল বিভিন্ন এলাকায় কৃত্রিম ভিড় তৈরি করে নারীদের গলায় থাকা স্বর্ণের চেইন বিশেষ পদ্ধতিতে কেটে নিয়ে দ্রুত পালিয়ে যেত।

মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের চেইনসহ দুটি কাটার জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরের ধরমন্ডল এলাকার বাসিন্দা।

গ্রেপ্তাররা হলেন- নাছিরনগরের ধরমন্ডল এলাকার ইয়াসিন মিয়ার স্ত্রী মোছা. নাছু বেগম (৩০), একই এলাকার মজনু মিয়ার স্ত্রী মোছা. হামিদা খাতুন (৩৫), মো. হাদিস মিয়ার স্ত্রী ফাতেহা বেগম (২৬), মৃত আব্দুল হাইয়ের স্ত্রী জোসনা বেগম (৫০), মো. আব্দুল মিয়ার স্ত্রী জুলেখা বেগম (৪০), মৃত আব্দুল করিমের স্ত্রী হাজেরা বেগম (৫০) ও সেন্টু মিয়ার স্ত্রী নূর চান (২১)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ সফিকুল ইসলাম জানান, চক্রটি নগরীর জনবহুল বিভিন্ন এলাকায় কৃত্রিম ভিড় তৈরি করে। তারপর ভিড়ের মধ্যে পড়ে যাওয়া নারীদের গলায় থাকা স্বর্ণের চেইন বিশেষ পদ্ধতিতে কেটে নিয়ে দ্রুত পালিয়ে যেত।

সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এ ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/172540/কৃত্রিম-ভিড়-তৈরি-করে-ছিনতাই-করত-তারা