আফগান ইস্যুতে এক পর্দায় ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রী

আফগান ইস্যুতে এক পর্দায় ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রী

আফগান ইস্যুতে এক পর্দায় ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের চলমান পরিস্থিতি এক পর্দায় নিয়ে এসেছে প্রতিবেশী ৬ দেশকে। কাবুলের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবেশী দেশগুলো সম্মেলন করেছে। ভার্চুয়াল এ সম্মেলনে অংশ নেন ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা।  

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বুধবার এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এর একদিন আগে তালেবান আফগানিস্তানের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে যাতে কোনো নারীর স্থান হয় নি।

সম্মেলন অনুষ্ঠানের কয়েকদিন আগে ইরান, পাকিস্তান, চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে পরামর্শ করেন। আফগান ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর এই ঐক্যবদ্ধ তৎপরতাকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের অনেকেই বলছেন, তালেবান সরকারের অবস্থান ও কার্যক্রমের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এসব দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পার্স টুডে

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/173535/আফগান-ইস্যুতে-এক-পর্দায়-৬-দেশের-পররাষ্ট্রমন্ত্রী