কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারি

কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারি

কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারি

আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ১৪৪ ধারা জারি...

নোয়াখালী প্রতিনিধি

আওয়ামী লীগের দুই পক্ষ একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউনিয়নের রংমালা বাজারের ৫ বর্গকিলোমিটারের মধ্যে এ আদেশ জারি থাকবে।

শনিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মেয়র কাদের মির্জার ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল দীর্ঘ ১২ বছর ধরে রংমালা দারুস সুন্নাহ সিনিয়র মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

জুলাই মাসে ওই কমিটির মেয়াদ শেষ হলে সভাপতি পদে ইস্কান্দার হায়দার চৌধুরীকে বাদ দিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুকে আহ্বায়ক প্রস্তাব করে মাদ্রাসা অধ্যক্ষ বোর্ডে প্রস্তাব পাঠানো হয়। ২ আগস্ট এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

প্রতিবাদে রোববার সকাল ১০টায় উপজেলার রংমালা বাজারে বিক্ষোভ সমাবেশের ডাক দেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। অপরদিকে দিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রংমালা দারুসসুন্নাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুনকে অপমান নাজেহাল করার প্রতিবাদে একই সময় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন মাহবুব রশিদ মঞ্জু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একই স্থানে সভা ডাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য রংমালা বাজারের পাঁচ কিলোমিটারের মধ্যে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/173045/কোম্পানীগঞ্জে-১৪৪-ধারা-জারি