ভারতকে ১৯১ রানেই গুটিয়ে দিলো ইংল্যান্ড

ভারতকে ১৯১ রানেই গুটিয়ে দিলো ইংল্যান্ড

ভারতকে ১৯১ রানেই গুটিয়ে দিলো ইংল্যান্ড

সিরিজের প্রথম ম্যাচটিতে ফল বের হয়নি। পরের ২ টেস্টে একটি করে জয় দুই দলের। ১-১ সমতায় সিরিজ।

স্পোর্টস ডেস্ক

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ভারতকে ১৯১ রানেই গুটিয়ে দিলো স্বাগতিক ইংল্যান্ড। 

বৃহস্পতিবার ওভালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। 

ইনিংসের শুরুতে দেখে শুনে খেললেও শেষ পর্যন্ত বেশি দূর যেতে পারেনি ভারত। তারপরেও কপাল ভালো ভারতের। লোয়ার অর্ডারের শার্দুল ঠাকুর হাফসেঞ্চুরি না করলে পরিণতি আরও খারাপ হতে পারতো। তার ৫০ এর ভর করেই ২০০ এর কাছাকাছি পৌঁছাতে পেরেছে সফরকারিরা।

অথচ একটা সময় মোটামুটি খারাপ ছিল না ভারতের অবস্থা। ৪ উইকেটে তুলেছিল ১০৫ রান। কিন্তু ৫০ রান করে কোহলি ফিরতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সফরকারিদের ইনিংস। ১২৭ রানে হারায় ৭ উইকেট। সেখান থেকে শার্দুল ঠাকুর ঝড়ো ইনিংস খেলে দলকে বড় লজ্জা থেকে বাঁচিয়ে দেন। ৩৬ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৫৭ রান করেন তিনি।

ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রিস ওকস। ৫৫ রান খরচায় নেন ৪টি উইকেট। ৩ উইকেট শিকার ওলি রবিনসনের।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচটিতে ফল বের হয়নি। পরের ২ টেস্টে একটি করে জয় দুই দলের। ১-১ সমতায় সিরিজ।

ভারতীয় একাদশ

লোকেশ রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ

ররি বার্নস, হাসিব হামিদ, ডেভিড মালান, জো রুট (অধিনায়ক), ওলি পোপ, জনি বেয়ারস্টো (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, ক্রেইগ ওভারটন, ওলি রবিনসন, জেমস অ্যান্ডারসন।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/172764/ভারতকে-১৯১-রানেই-গুটিয়ে-দিলো-ইংল্যান্ড