মেঘনায় ঝড়ের কবলে চাঁদপুরগামী লঞ্চ

মেঘনায় ঝড়ের কবলে চাঁদপুরগামী লঞ্চ

মেঘনায় ঝড়ের কবলে চাঁদপুরগামী লঞ্চ

ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে আনুমানিক দুই শতাধিক যাত্রী নিয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়েছে চাঁদপুরগামী এমভি রফ রফ-৭...

বাংলাদেশ

চাঁদপুর প্রতিনিধি

ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে আনুমানিক দুই শতাধিক যাত্রী নিয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়েছে চাঁদপুরগামী এমভি রফ রফ-৭ নামের একটি লঞ্চ।

রোববার সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি মেঘনার গজারিয়া এলাকায় আসলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে।

এ সময় যাত্রীরা আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে।

লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, লঞ্চটিতে আনুমানিক দুই শতাধিক যাত্রী ছিল। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বাতাস ও ঝড় শুরু হওয়ার সাথে সাথে লঞ্চ নিরাপাদ স্থানে নিয়ে আসা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে লঞ্চটি চাঁদপুরের উদ্দেশে ছাড়া হয়।

চাঁদপুর নদীবন্দরের পরিবহন পরিদর্শক রেজাউল করিম সুমন বলেন, এমভি রফ রফ-৭ লঞ্চটি বাতাস ও ঝড়ের কবলে পড়লেও সেখানে কোনো সমস্যা হয়নি।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/175730/মেঘনায়-ঝড়ের-কবলে-চাঁদপুরগামী-লঞ্চ