ঈশ্বরদীতে মোটরবাইক প্রতিযোগিতা, নিহত ৩

ঈশ্বরদীতে মোটরবাইক প্রতিযোগিতা, নিহত ৩

ঈশ্বরদীতে মোটরবাইক প্রতিযোগিতা, নিহত ৩

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে প্রতিযোগিতা করে মোটরবাইক চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঈশ্বরদী-পাকশী মহাসড়কের জয়নগর শিমুলতলা খায়রুল ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুপপুরের মো: লালনের ছেলে ইব্রাহিম (২৫ )ও জহুরুল ইসলামের ছেলে জয় (২৭ )। অপর আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে দ্রুত গতিতে দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে যাচ্ছিল। ঈশ্বরদী- পাকশী মহাসড়কের জয়নগর শিমুলতলা এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসছিল রুপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে নিযুক্ত অর্গান কোম্পানির মাইক্রোবাস। এসময় ওই মাইক্রোবাসের সাথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলআরোহী ৩ জন গুরুতর আহত হন। এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বুধবার গভীর রাতে জানান,  সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনই মোটরসাইকেলআরোহী। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/172657/ঈশ্বরদীতে-মোটরবাইক-প্রতিযোগিতা-নিহত-৩