চট্টগ্রামে করোনায় একদিনে ৫ মৃত্যু, শনাক্ত ১৪০

চট্টগ্রামে করোনায় একদিনে ৫ মৃত্যু, শনাক্ত ১৪০

চট্টগ্রামে করোনায় একদিনে ৫ মৃত্যু, শনাক্ত ১৪০

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া ৫ জনের মধ্যে নগরের ৩ জন আর বাকি ২ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার  ২৩৭ জনে দাঁড়িয়েছে। তার মধ্যে ৬৯২ জন নগরের আর ৫৪৫ জন উপজেলার বাসিন্দা।

বুধবার দিবাগত রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জনসূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪০ জন করোনা রোগী। এদের মধ্যে ৮৯ জন নগরের আর ৫১ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৯ হাজার ৬২৬ জনে এসে দাঁড়িয়েছে। তার মধ্যে ৭২ হাজার ৪২৩ জন নগরের আর ২৭ হাজার ২০৩ জন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় ৮ উপজেলায় শনাক্ত হয়েছে ৫১ জন। তার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাউজান উপজেলায়। যেখানে ২৪ ঘণ্টায় ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/172664/চট্টগ্রামে-করোনায়-একদিনে-৫-মৃত্যু-শনাক্ত-১৪০