অনুমোদনহীন ৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

অনুমোদনহীন ৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

অনুমোদনহীন ৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অনুমোদনহীন সাতটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে...

বাংলাদেশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অনুমোদনহীন সাতটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে প্রশাসন। এ সময় আগাম পরীক্ষার রিপোর্ট লিখে রাখায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেলে পৌরশহরের দৌলতপুর এলাকায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের বাইরে থাকা এসব ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়।

নেত্রকোনার জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মোহাম্মদ শামছুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- মা ডায়াগনস্টিক সেন্টার, সারা ডায়াগনস্টিক সেন্টার, আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার, হুজাইফা ডায়াগনস্টিক সেন্টার, জিহাদ প্যথলজি, ঐতিহ্য ডায়াগনস্টিক সেন্টার ও শাহজালাল (র.) ডিজিটাল ল্যাব।

এর মধ্যে আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারে আগাম রোগীর পরীক্ষার রির্পোট লিখে রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বৈধ কাজগপত্র না থাকায় আদর্শ ল্যাব ও মোস্তাকিম ডায়াগনস্টিক সেন্টারকে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

অভিযান চলাকালে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দ্রুত পালিয়ে যায় এর দায়িত্বে থাকা লোকজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মোহাম্মদ শামছুল আলম বলেন, যারা অভিযান চলাকালে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে চলে গেছে সেগুলো চিহ্নিত করে রাখা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম জানান, বৈধ কাগজপত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের কারণে এসব প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এর মধ্যে একটিতে রোগীর আগাম রিপোর্ট তৈরি করে রাখার জন্য বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/174004/অনুমোদনহীন-৭-ডায়াগনস্টিক-সেন্টার-সিলগালা