শোভাযাত্রায় বিবস্ত্র ৬ কিশোরী, ভিডিও ভাইরাল

শোভাযাত্রায় বিবস্ত্র ৬ কিশোরী, ভিডিও ভাইরাল

শোভাযাত্রায় বিবস্ত্র ৬ কিশোরী, ভিডিও ভাইরাল

জার্নাল ডেস্ক

শোভাযাত্রায় বিবস্ত্র করে হাঁটানো হয়েছে ছয় মেয়ে শিশুকে। স্থানীয়দের বিশ্বাস, তাদের এই আচার বৃষ্টি দেবতাকে তুষ্ট করবে এবং তিনি তুষ্ট হলে বৃষ্টি নামবে।

ভারতের মধ্যপ্রদেশের বুন্দেলখন্ডের দামো জেলার খরাপীড়িত একটি গ্রামে এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিবিসির খবরে বলা হয়, বৃষ্টির জন্য বিবস্ত্র করে শিশুদের হাঁটানো হয়েছে। এই মেয়েদের কারও কারও বয়স পাঁচ বছর। শোভাযাত্রায়  মেয়েদের পেছনে ছিল নারীদের একটি দল। তারা দেবতাকে তুষ্ট করার গান গাচ্ছিলেন।

ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায়, বিবস্ত্র শিশুরা একটি কাঠের টুকরা কাঁধে তুলে নিয়ে হাঁটছে। ওই কাঠের টুকরোটিতে একটি ব্যাঙ বাঁধা ছিল। 

এ ঘটনায় দামো জেলা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছে ভারতের শিশু অধিকার রক্ষা বিষয়ক জাতীয় কমিশন। দামোর পুলিশ সুপার ডিআর তেনিওয়ার বলেছেন,‘মেয়েদের জোর করে বিবস্ত্র করা হয়েছে, এমন কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে মধ্যপ্রদেশের পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/173431/শোভাযাত্রায়-বিবস্ত্র-৬-কিশোরী-ভিডিও-ভাইরাল