সিরিয়া থেকেও সেনা প্রত্যাহার করছে আমেরিকা

সিরিয়া থেকেও সেনা প্রত্যাহার করছে আমেরিকা

সিরিয়া থেকেও সেনা প্রত্যাহার করছে আমেরিকা

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার তিনটি ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করেছে ওয়াশিংটন। আফগানিস্তানে পরাজয়ের পর এই পদক্ষেপ নিল জো বাইডেনের প্রশাসন।

ইরানি টিভি আল-আলমের বরাত দিয়ে এ খবর দিয়েছে পার্স টুডে। 

যে তিনটি ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে তার মধ্যে একটি ছিল অত্যন্ত বিতর্কিত যার অবস্থান ছিল সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের আল ওমর তেল ক্ষেত্রের কাছে। বাকি দুটি ঘাঁটির অবস্থান ছিল সিরিয়ার দূরবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের সীমান্তবর্তী কামিশলি এলাকায়।

২০১১ সালে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে সিরিয়ায় সামরিক অভিযান চালায় আমেরিকা ও তার মিত্র কয়েকটি দেশ।

এরপর ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/172892/সিরিয়া-থেকেও-সেনা-প্রত্যাহার-করছে-আমেরিকা