আফগানিস্তানে বিমান ছিনতাই নিয়ে মুখ খুলল ইউক্রেন

আফগানিস্তানে বিমান ছিনতাই নিয়ে মুখ খুলল ইউক্রেন

আফগানিস্তানে বিমান ছিনতাই নিয়ে মুখ খুলল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

অবশেষে বিমান ছিনতাই হওয়ার খবর অস্বীকার করেছে ইউক্রেন।

মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো বলেছেন, ‘আফগানিস্তান থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাইয়ের পর তা ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। কারণ আফগানিস্তান থেকে ইউক্রেনের নাগরিকদের ফিরিয়ে আনতে যেসব বিমান কাবুলে পাঠানো হয়েছিল সেগুলো কিয়েভে ফিরে এসেছে। একটি বিমানও ক্ষতির শিকার হয়নি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন,ইউক্রেনের কোনো বিমান কাবুল বা অন্য কোথাও ছিনতাই হয়নি। গণমাধ্যমে এ সংক্রান্ত যে খবর প্রচার হচ্ছে তা ভিত্তিহীন।

এর আগে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন দাবি করেছিলেন, একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি আফগানিস্তান থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাই করে ইরানে নিয়ে গেছে।

এই খবর প্রকাশিত হওয়ার পর ইরান বিমান ছিনতাই হওয়ার দাবি নাকচ করে জানায়, ইউক্রেনের একটি বিমান গতকাল কাবুল থেকে মাশহাদে অবতরণ করেছিল। মাশহাদ থেকে জ্বালানি নিয়ে বিমানটি কিয়েভে চলে গেছে। রাত ৯টা ৫০ মিনিটে ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে বিমানটি অবতরণ করার প্রমাণও ইরানের কাছে রয়েছে। সূত্র- পার্স টুডে

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/171706/আফগানিস্তানে-বিমান-ছিনতাই-নিয়ে-মুখ-খুলল-ইউক্রেন