আবারও সৈকতে ভেসে এলো মৃত তিমি

আবারও সৈকতে ভেসে এলো মৃত তিমি

আবারও সৈকতে ভেসে এলো মৃত তিমি

কক্সবাজারের টেকনাফ শামলাপুর সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত তিমি। শুক্রবার উপজেলার উখিয়া মনখালী-টেকনাফ শামলাপুর পয়েন্টে বিশাল একটি তিমির মৃতদেহ ভেসে আসে।

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ শামলাপুর সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত তিমি। শুক্রবার উপজেলার উখিয়া মনখালী-টেকনাফ শামলাপুর পয়েন্টে বিশাল একটি তিমির মৃতদেহ ভেসে আসে।

স্থানীয়রা জানান, সৈকতে মৃত তিমি পড়ে থাকতে দেখে বিকেলে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন জালাল উদ্দিন চৌধুরী নামের এক পরিবেশকর্মী। 

পরে রাত ১০টার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ প্রশাসনের একটি টিম। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় রাতেই মৃত তিমিটি দ্রুত পুঁতে ফেলা হয়।

পরিবেশকর্মী জালাল উদ্দিন চৌধুরী বলেন, শুক্রবার বিকেলের দিকে মৃত তিমির দেহ সৈকতের বালিয়াড়িতে ভেসে আসে। কিন্তু যে জায়গায় তিমিটি ভেসে এসেছে সে এলাকায় মানুষজনের বসতি কম। এ কারণে মৃতদেহটি প্রথমে কারো নজরে আসেনি। সন্ধ্যার পর জেলেরা নৌকার ঘাটে এলে তিমির মৃতদেহ দেখতে পায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী বলেন, মৃত তিমিটি ৩০ দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ। কয়েকদিন আগে এটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, মৃত তিমির দেহের কিছু অংশ সংগ্রহ করা হয়েছে। যা পরীক্ষা-নিরীক্ষা কাজের ব্যবহার করা হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/172056/আবারও-সৈকতে-ভেসে-এলো-মৃত-তিমি