বগুড়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে মুশফিকুর রহমান নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর ফাঁড়ি পুলিশ।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে মুশফিকুর রহমান নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর ফাঁড়ি পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টায় মরদেহ উদ্ধার করা হয়।

আবাসিক হোটেলের ম্যানেজার বুলবুল আহম্মেদ জানান, মুশফিকুর রহমান বৃহস্পতিবার বিকেলে হোটেলে আসেন। তিনি হোটেলের একটি ডাবল রুম ভাড়া নেন। এরপর তিনি রাতে খাওয়ার জন্য বের হয়েছিলেন। পরে রুমে ঢোকার পর শুক্রবার দুপুর থেকে তার দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি আরও জানান, দরজা ভেতর থেকে বন্ধ এবং সাড়া না পাওয়ায় সন্ধ্যায় সদর ফাঁড়ির পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান ও এসআই খোরশেদ উপস্থিত হয়ে রুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। দরজার উপরে একটি ফাঁকা জায়গা দিয়ে গলায় ফাঁস দেয়া মরদেহ দেখতে পান তারা। এরপর দরজা ভেঙে খোলার পর দেখা যায়, ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। পরে মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171213/বগুড়ায়-বৃদ্ধের-ঝুলন্ত-মরদেহ-উদ্ধার