চট্টগ্রামে কমেছে মুত্যু ও সংক্রমণ

চট্টগ্রামে কমেছে মুত্যু ও সংক্রমণ

চট্টগ্রামে কমেছে মুত্যু ও সংক্রমণ

চট্টগ্রামে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন।

বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিথি

চট্টগ্রামে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৩২ জন। এর আগে, শুক্রবার মারা গিয়েছিলেন ১০ জন, শনাক্ত হয়েছিলেন ৩০১ জন। 

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৩২ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ২০৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত একদিনে করোনা শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ। 

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৮৩৫ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭০ হাজার ৮৫১ জন। বাকি ২৫ হাজার ৯৮৪ জন বিভিন্ন উপজেলার। 

গত একদিনে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ১ জন নগরের বাসিন্দা, বাকি ৩ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৭০ জনের মৃত্যু হয়েছে। 

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171211/চট্টগ্রামে-কমেছে-মুত্যু-ও-সংক্রমণ