পটুয়াখালীতে একদিনে ৪ জনের মৃত্যু

পটুয়াখালীতে একদিনে ৪ জনের মৃত্যু

পটুয়াখালীতে একদিনে ৪ জনের মৃত্যু

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এ সময় নতুন করে ১২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ

পটুয়াখালী প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এ সময় নতুন করে ১২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১২টায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪০৭ জনের নমুনা পরীক্ষা করে ১২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৫৮ জন, কলাপাড়ায় ১৬ জন, মির্জাগঞ্জে ২২ জন, দুমকীতে তিনজন, দশমিনায় তিনজন এবং বাউফলে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৫ জনে।  

জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৮ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৯৩ শতাংশ। বিভিন্ন সময় জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার ১ দশমিক ৮ শতাংশ।  

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169518/পটুয়াখালীতে-একদিনে-৪-জনের-মৃত্যু