এবার বসুন্ধরার সামনে ছেত্রির ব্যাঙ্গালুরু

এবার বসুন্ধরার সামনে ছেত্রির ব্যাঙ্গালুরু

এবার বসুন্ধরার সামনে ছেত্রির ব্যাঙ্গালুরু

ভারতের এ ফরোয়ার্ডের সঙ্গে কিছুদিন আগে খেলার অভিজ্ঞতা আছে তপু বর্মন, বিপলু আহমেদ, আনিসুর রহমান জিকোদের।

স্পোর্টস রিপোর্টার

এএফসি কাপে জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে বসুন্ধরা কিংস। তবে ফুরফুরে মেজাজে থাকার কোন ফুসরত নেই তপু বর্মনদের। কারন দ্বিতীয় ম্যাচেই তাদের সামনে সুনীল ছেত্রিরা। এএফসি কাপে ডি-গ্রুপে শনিবার ছেত্রির ব্যাঙ্গালুরু এফসির মুখোমুখি হবে বসুন্ধরা। মালের ন্যাশনাল রাশমি ধান্দু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

আড়াই মাস আগে দোহায় বিশ্বকাপ বাছাই পর্বে এক সুনীল ছেত্রির কাছেই হেরেছিল বাংলাদেশ। গত ৭ জুন অনুষ্ঠিত ওই ম্যাচে জোড়া গোল করা ভারত অধিনায়ক অতীতেও বেশ ভুগিয়েছিলেন লাল সবুজের দলটিকে। বুধবার একই দিনে ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল বসুন্ধরা ও ব্যাঙ্গালুরুর। রবসন দ্য সিলভা রবিনহো জাঁদুতে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশনকে ২-০ গোলে হারানো কিংস এখন বেশ আত্মবিশ্বাসী।

একই ব্যবধানে মোহনবাগানের কাছে হেরে যাওয়া ব্যাঙ্গালুরু মানসিকভাবে পিছিয়ে। এএফসি কাপে বসুন্ধরা ও ব্যাঙ্গালুরুর ম্যাচ নিয়ে রোমাঞ্চিত সবাই। এর পিছনে বড় কারণ হলো প্রতিপক্ষ দলে রয়েছেন দক্ষিন এশিয়ার অন্যতম সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রি। যদিও মোহনবাগানের সঙ্গে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি। কিন্তু বাংলাদেশের বিপক্ষেই যেন ভয়ংকর রুপ ধারণ করেন তিনি। যে কারণে ছেত্রিকে নিয়ে আলাদা পরিকল্পনা নিতে হচ্ছে কিংস কোচ অস্কার ব্রুজনের। 

ভারতের এ ফরোয়ার্ডের সঙ্গে কিছুদিন আগে খেলার অভিজ্ঞতা আছে তপু বর্মন, বিপলু আহমেদ, আনিসুর রহমান জিকোদের। তারাও জানেন প্রতিপক্ষ হিসেবে কতটা হুমকি ছেত্রি। তবে জাতীয় দলের সেই ম্যাচের সঙ্গে এএফসি কাপের লড়াইকে মেলানো ঠিক হবে না। দেশি-বিদেশি তারকাদের সমন্বয়ে গড়া বেশ শক্তিশালী বসুন্ধরা কিস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা জেতা দলটি মালদ্বীপেও নিজেদের সেরাটা মেলে ধরছে প্রথম ম্যাচেই।

মাজিয়ার বিপক্ষে কত গোলে জিতলেন তার হিসেব নিয়ে ভাবছেন না বসুন্ধরা কোচ ব্রুজন। প্রথম ম্যাচে শীষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ তিনি। ব্রুজনের কথায়, সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হলো ৯০ মিনিট পর্যন্ত একই ছন্দে খেলেছে ছন্দরা। কাউন্টার অ্যাটাকে আমরা কতটা বিপজ্জনক তা দেখেছে সবাই।

প্রথম ম্যাচে জয়ের পর এখন এএফসি কাপে এই গ্রুপে সেরা হওয়ার পথেই আছে বসুন্ধরা কিংস। মোহনবাগানের সমান ৩ পয়েন্ট পাওয়া কিংস শনিবার ব্যাঙ্গালুরুকে হারালে স্বপ্নের পথে আরেকধাপ এগিয়ে যাবে। তখন মোহনবাগানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জিতলেই পরের রাউন্ডে ওঠে যাবে তারা। 

তাই স্বপ্ন দেখা ব্রুজন আপাতত ব্যাঙ্গালুরুর ম্যাচ নিয়েই ভাবছেন। তার কথায, ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ন। ব্যাঙ্গালুরুর বিপক্ষে তিন পয়েন্ট পেলে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে আমাদের।

বসুন্ধরার বড় শক্তি তিন বিদেশি ফরোয়ার্ড। দুই ব্রাজিলিয়ান রবসন দ্য সিলভা রবিনহো ও জোনাথন দ্য সিলভেইরা ফার্নান্দেজ এবং আর্জেন্টাইন রাউল অস্কার বেসেরা। মাজিয়ার বিপক্ষে অন্য দু’জন নিষ্প্রভ থাকলেও গোলে দেখা পেয়েছেন রবসন। তাই ব্যাঙ্গালুরুর বিপক্ষেও ছেত্রিকে আটকে রেখে তিনজনের একজন জ্বলে উঠলেই হবে। টানা দ্বিতীয় ম্যাচে জিতে মাঠ ছাড়তে পারবে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ জার্নাল/আইএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/171100/এবার-বসুন্ধরার-সামনে-ছেত্রির-ব্যাঙ্গালুরু