জুলাই মাসে করোনায় সর্বাধিক মৃত্যু

জুলাই মাসে করোনায় সর্বাধিক মৃত্যু

জুলাই মাসে করোনায় সর্বাধিক মৃত্যু

জুলাই মাসে গড়ে প্রতিদিন ১৯৯ জনেরও বেশি মৃত্যু হয়েছে। দৈনিক হিসাবে গত ২৭ জুলাই দেশে সর্বোচ্চ ২৫৮ মৃত্যু হয়।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইসে আক্রান্ত হয়ে জুলাই মাসে সর্বাধিক ৬ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে। আর কোনো মাসে এত মৃত্যু হয়নি। এর আগে গত এপ্রিলে সর্বোচ্চ ২৪০৪ জনের মৃত্যু হয়। 

জুলাই মাসে গড়ে প্রতিদিন ১৯৯ জনেরও বেশি মৃত্যু হয়েছে। দৈনিক হিসাবে গত ২৭ জুলাই দেশে সর্বোচ্চ ২৫৮ মৃত্যু হয়। 

করোনার মাসভিত্তিক মৃত্যু চিত্রে দেখা গেছে, গত বছরের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। ওই মাসেই ৫১ জনের মৃত্যু হয়। এরপর এপ্রিলে ১৬৩ জন, মে মাসে ৪৯২, জুনে ১১৯৭, জুলাইয়ে ১২৬৪, আগস্টে ১১৭০, সেপ্টেম্বরে ৯৭০, অক্টোবরে ৬৭২, নভেম্বরে ৭২১ এবং ডিসেম্বরে ৯১৫ জনের মৃত্যু হয়।

এছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে ৫৬৮, ফেব্রুয়ারিতে ২৮১, মার্চে ৬৩৮, এপ্রিলে ২৪০৪, মে মাসে ১১৬৯ এবং জুনে ১৮৮৪ জনের মৃত্যু হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার ডেল্টা বা ভারতীয় ধরনের কারণেই জুলাই মাসে এত মৃত্যু হয়েছে। মানুষ যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে আগস্ট মাসেও ডেল্টার আগ্রাসী আক্রমণ অব্যাহত থাকতে পারে।

উল্লেখ্য, দেশে শনিবার পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন। মৃত্যু হয়েছে ২০ হাজার ৬৮৫ জন। করোনামুক্ত হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন মানুষ।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168983/জুলাই-মাসে-করোনায়-সর্বাধিক-মৃত্যু