লঞ্চে ডিজে পার্টি, নাচানাচিতে বিদ্যুতের তারে পুড়ল ১৫

লঞ্চে ডিজে পার্টি, নাচানাচিতে বিদ্যুতের তারে পুড়ল ১৫

লঞ্চে ডিজে পার্টি, নাচানাচিতে বিদ্যুতের তারে পুড়ল ১৫

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

কুমিল্লার তিতাসে নদীতে লঞ্চ নিয়ে ডিজে পার্টি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে অন্তত ১৫ জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার (২৩ আগস্ট) সাড়ে ৯টার দিকে উপজেলার তিতাস নদীর দড়িকান্দি ব্রিজ এলাকায় মেসার্স বাদল সরকার অ্যান্ড সন্স নামে একটি লঞ্চে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ‌এলাকার যুবকরা লঞ্চটি ভাড়া করে ডিজে গানের পার্টি করছিল। গানের তালে তালে লঞ্চটির ছাদে তারা নাচানাচির একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে দগ্ধ হন। এ সময় তিনজন নদীতে পড়ে গেলে দুইজনকে উদ্ধার করে স্থানীয় জেলেরা। 

তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে প্রথমে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় জেলে ও স্থানীয়রা। সেখান থেকে কয়েকজনকে পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়।

এ সংবাদ পেয়ে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।

রাত ১২টার দিকে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171559/লঞ্চে-ডিজে-পার্টি-নাচানাচিতে-বিদ্যুতের-তারে-পুড়ল-১৫