পাহাড় কাটায় চার ব্যক্তিকে ৭ লাখ টাকা জরিমানা

পাহাড় কাটায় চার ব্যক্তিকে ৭ লাখ টাকা জরিমানা

পাহাড় কাটায় চার ব্যক্তিকে ৭ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে পাহাড় কাটায় চার ব্যক্তিকে সাত লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে পাহাড় কাটায় চার ব্যক্তিকে সাত লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার নগরীর উত্তর কাট্টলী, কোতোয়ালী, লালখান বাজার এলাকায় অভিযান চালিয় এই জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৭ ধারা মোতাবেক এসব জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আগামী সাত দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকায় পাহাড় কাটার দায়ে নুরুল আলম নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোতোয়ালী এলাকায় একটি পাহাড় কাটার দায়ে আমিনা বেগম নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

লালখান বাজার এলাকায় পাহাড় কাটায় জাহিদুল ইসলাম জাবেদকে ৫০ হাজার ও মতিঝর্ণা এলাকায় পাহাড় কাটার দায়ে সাবিনা বেগমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম নগরীর পুরাতন কালুরঘাট এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ডকইয়ার্ড পরিচালনার দায়ে ‘কালুরঘাট ডকইয়ার্ড’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক মাইনুদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169848/পাহাড়-কাটায়-চার-ব্যক্তিকে-৭-লাখ-টাকা-জরিমানা