হেফাজতের আমির হলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

হেফাজতের আমির হলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

হেফাজতের আমির হলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে সংগঠনটির ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মাওলানা জুনায়েদ বাবুনগরীর জানাজার আগে সংগঠনটির শীর্ষ নেতারা মাওলানা মুহিব্বুল্লাহকে আমিরের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলামের ছেলে মোরেশদ বিন নুর। তিনি বলেন, সংগঠনের শুরা মিটিং হয়নি, ফোনে ফোনেই আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে মহাসচিব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। আমৃত্যু তিনি এই পদে ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। তখন আমির ছিলেন প্রয়াত আল্লামা আহমদ শফী। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171104/হেফাজতের-আমির-হলেন-আল্লামা-মুহিব্বুল্লাহ-বাবুনগরী