কুষ্টিয়ায় ফের বেড়েছে মৃত্যু ও সংক্রমণ

কুষ্টিয়ায় ফের বেড়েছে মৃত্যু ও সংক্রমণ

কুষ্টিয়ায় ফের বেড়েছে মৃত্যু ও সংক্রমণ

গত একদিনে কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি

গত একদিনে কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।   

বিষয়টি নিশ্চিত করেছেন  কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।  

এদিকে নতুন ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬ জনে। নতুন ১০২ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩০৯ জন। 

গত একদিনে জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৫৬ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১০২ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৪০ জন, দৌলতপুরের ১৩ জন, কুমারখালীর আটজন, ভেড়ামারার ১৩ জন, মিরপুরের ২৬ জন এবং খোকসার দুইজন রয়েছেন।

এছাড়া ২০০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৩৩ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১০১ জন এবং ৩২ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। 

বাংলাদেশ জার্নাল/এমএম 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171450/কুষ্টিয়ায়-ফের-বেড়েছে-মৃত্যু-ও-সংক্রমণ