দিনাজপুরে একদিনে ৫ মৃত্যু

দিনাজপুরে একদিনে ৫ মৃত্যু

দিনাজপুরে একদিনে ৫ মৃত্যু

দিনাজপুরে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গ নিয়ে ২ জনসহ মোট ৫ জন মারা গছেন।

বাংলাদেশ

দিনাজপুর প্রতিনিধ

দিনাজপুরে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গ নিয়ে ২ জনসহ মোট ৫ জন মারা গছেন। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬০ জনে। এ সময় নতুন করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। 

তিনি জানান, দিনাজপুরে গত একদিনে ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৮২ শতাংশ।

নতুন আক্রান্তের মধ্যে জেলার সদর উপজেলায় ২৯ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া ফুলবাড়িতে এক, পার্বতীপুরে চার, খানসামায় সাত, কাহারোলে এক, বোচাগঞ্জে ৯ ,চিরিরবন্দরে এক, বীরগঞ্জে ৯, নবাবগঞ্জে দুজন, বিরলে ১১ ও হাকিমপুরে দুজন আক্রান্ত হয়েছেন। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩৩০ জন। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৩০ জন।

শনিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬০ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৪০ জন। এ সময় জেলার সদর উপজেলায় একজন ও পার্বতীপুরে দুজন করোনায় মারা গেছেন।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169758/দিনাজপুরে-একদিনে-৫-মৃত্যু