১৬ জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬ জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬ জেলায় ঝড়ের পূর্বাভাস

এছাড়া রোববার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

দেশের ১৬টি জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখলী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া রোববার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/170310/১৬-জেলায়-ঝড়ের-পূর্বাভাস